নিহত প্রেম :
====================
আমার নিহত প্রেম বোবা ভালবাসা
দুঃখের সাহারায় নগ্ন অভিসার ।
নীরব নিশুতি রাত , অস্তমিত চাঁদ
কতদিন কতকাল দেখিনি তোমায়
মেঘাচ্ছন্ন হৃদয়ে খুঁজি মানসী আমার
অশান্ত অস্থির মন, ফেরে দ্বারে দ্বারে
খুঁজে ফেরে অতি প্রিয় স্নিগ্ধ প্রিয়ারে ।
মধ্য রাতে অমানিশায় তারাভরা রাতে-
ভেসে ওঠে কার মুখ ছায়ায় মায়ায়?
ক্লান্ত হয়ে মধ্য রাতে আহত হৃদয়ে ,
ভিখারি ঘুমিয়ে পড়ে চুমু খেয়ে গালে –
স্বপ্ন বিলাসে ।
চকিতে স্বপন ভাঙ্গে –
শুনি আকুল ক্রন্দন সীতার ,বনবাস হতে ,
স্তুপিকৃত বেদনারা জেগে ওঠে রাতে ।
আমার নিহত প্রেম বোবা ভালবাসা
দুঃখের সাহারায় নগ্ন অভিসার ।
======================
অমিতাভ (১.৫.২০১৩ ) রাত ১২-৪৫ ,বাড়ি