দিনের আলোয় বীরদর্পে সবার মাঝে চরম অবজ্ঞাভরে
নির্দ্বিধায় তোমরা কেমন সোচ্চারে আমাকে এক নষ্টা বল সবে।
রাত্তিরে সেই তুমিই বাবু কেমন আগ্রাসী হও মাংসভোজি,
উন্মত্ত শিকারি হয়ে আমারই এই নরম দেহের গিরি গুহায় বাঁকে !
তবে আমিতো বাবু কৃতার্থ হই তোমার ওই আঁচড় কামড় নিয়ে,
অন্তিমে তোমার ওই অবজ্ঞাতে ছুঁড়ে দেওয়া
তোমার ওই করুনা ঘোলা কড়কড়ে ওই নোটের বৈভবে ।
দুটো দানা, ফেনা ভাত আর কিছু আবদারের যোগান যে দিই -
আমার শিশুকন্যা আর বুড়ি মাটাকে,
তোমারই অবজ্ঞায় ছোঁড়া ওই দয়ার উচ্ছিষ্টের দৌলতে।
বাবু - তোমরা তো কেউ নেতা নাহয় হোমরা চোমরা কোনও নেতার ছাতা ধরা,
তোমাদের তো ওপর তলায় আসা যাওয়া - হাতে আলাদীনের প্রদীপ !
আমাকে তো রাত ফুরোলেই ভাবতে যে হয় তিনটি পেটের ক্ষুধা।
তাই বুঝলে বাবু -আঁচড় কামড় নখের থাবায় আমার ভয় লাগেনা আর ।
উপবাসী আগ্নেয় পেট, ক্ষুধার যাতনা,
ওরা আর নয় বিড়ম্বনা - আমার রক্তে তোলে বান ।
আমার মরদ? সেতো একদিন স্বপ্ন বেচে এই আমাকে নিয়েছিল টেনে
বলেছিল শীতল ছায়ে ছাউনি দিয়ে বাঁধবে সে ঘর গেরস্থালি - সুরের বাঁধনে।
কুত্তাটা যে গতরখেকো ভন্ড মাতাল জেনেছি তার পরে।
তাই ভুলের মাসুল ওই অন্ধকারকে লাথি মেরে পালিয়ে এলাম চলে,
তবে ছাড়ার আগেই শয়তানটা যে দিয়েছিল বীজ বুনে ।
বীজ থেকে যে চারার কাঁপন ছড়ায় সারা দেহে,
মাতৃত্বের চোরাস্রোত ফল্গু হয়ে বয় যে প্রানে,
সৃষ্টিসুখের এ' কোন অজানা উল্লাসে!
ক্ষুধার্ত পরিত্যক্ত ক্ষুন্ন এ'হৃদয়,
তবুও সে পারেনা যে ভুলতে চারাটিকে,
সে যে আমার স্বপ্নমাখা মল্লিকার সুরভিত কলি,
সেই চারাই আজ অভাগীর স্নেহময়ী ভাগ্যবতী মেয়ে ।
জানো বাবু ?
তোমার ঐ অন্ধকারের ছোঁড়া কৃপায় একটু যে ধম্মও আমি করি,
মেয়েটির ইস্কুলের বেতন আর বুড়ি মায়ের ওষুধ পথ্যি কিনি।
আমার তো সব হারিয়ে গেছে - স্বপ্ন সুখ স্বাচ্ছন্দ্যরা যত
ফোটার আগেই কোরকটিকে ছিঁড়ে তারে যথেচ্ছায় করেছে দলন ।
তাই দিলামই বা গতর না হয়,
অপূর্ণ এই কাঙ্গাল মনে পূর্ণতার স্পর্শ নেব -
কন্যা শিশুটিকে আমার শক্ত মাটি দেবই দেব ।
জীবনের এই নির্মম আকাল আমায় শিখিয়েছে বেশ,
লোলুপ নয়ন, মাংসলোভ কিংবা তোমাদের ওই উপহাসের বুলি
আমায় শুধু বলে শক্ত হাতে ঝাঁসির লক্ষী হতে - চরম নারীসত্বা নিয়ে ।
আমার তো আর হলোনা হওয়া বরের ঘরের সোনা বধূ,
তবে মেয়েকে আমার দেবনা হতে ওই চোর কুঠুরির বারবধূ ।
রাত নিঝুমে ঝিঁঝিঁর ডাকে ক্লান্তি নেমে আসে চোখে -
ক্লান্ত দেহে যখন আমি জড়িয়ে বুকে মেয়েটাকে,
বড্ড বোকা প্রশ্ন জাগে এই ভীষণ বোকা মনে,
এ' আমি কেমন নষ্টা, কেনইবা বলে ওরা আমি নষ্টা কুলটা?
____________________
অমিতাভ শূর (১৫.৫.২০২০)