ছোট্ট এই পরিসর, বড় ছোট্য এ'জীবন
এখানে মেনে নিতে হয় কত শত কথা
আকথা কুকথা কত কত ব্যথা !
প্রতি পদক্ষেপে তার আশঙ্কা, আছে হাজারো বিপদ
সামনে চলার পথে কি সুসজ্জিত,
যত কাঁটা আর নুড়ি পিছল পথের পসরায় ।
অনিশ্চিত ত্রিশঙ্কু বিপদসঙ্কুল এই মানব জীবন !
এখানে বাঁচতে হলে তাই
ভুলে যেতে হয় যত ছেঁকা পোড়া দাগ
আর আঘাতের কথা,
মানিয়ে নিতে হয় অনেক অনেক
যন্ত্রনা আর কত কত ব্যথা।
এঁটে নিতে হয় মুখে এক তৃপ্তির মুখোশ
আর কত রংয়েরই না পলেস্তারা লাগিয়ে চলেছি কতশত !
পরেছি আমিও তাই, দেখি বেঁচে বর্তেও আছি সেইমত সং সেজে বেশ ।
তবে এই মুখ - ওই মুখোশের নিচে?
চাপা পড়ে রয়েছে বিগত কত বছর কিংবা কত যুগ ধরে –
ভুলেছি আমিও তারে নিতান্ত অবহেলা ভরে ।
ও যে আজ বার বার করে আর্তনাদ -
" আমি যে হাঁপিয়ে উঠেছি আর কত অভিনয় ?
বাঁচতে চাইনা আর ক্ষুন্নিবৃত্তি করে এমন একটুকু শুধু বাঁচা ,
পল পল অনুক্ষন শুধু সংঘাত -
দেহ মন সমাজ আর মূল্যবোধের সাথে !!
কত যে চাপা অভিযোগেরা আছে বুকের ভিতর
ক্ষনে ক্ষনে ওরা শুধু করে বিদ্রোহ – দেয় হুঙ্কার,
ঘৃ্না আর উপহাস দেয় ছুড়ে – করে যায় বিদ্রুপ,
বিবেকেরা করে যায় দংশন অবিরত।
কিচ্ছু চাইনা আজ -
একটু শুধু আলো আর খোলা হাওয়া চাই
চাই দেখতে সুকোমল সুন্দর আপনারে আমি,
আপোষহীন ঋজু মুখোশহীন আমার আমিকে
জানিনা হবেকি তা জিবদ্দশায় - নাকি জীবনোত্তর ?
============================
অমিতাভ (৫.২.২০১৬)বাড়ি, রাত ১১-৩০