ফেলে আসা মন মাতাল করা
সোনালী সেদিনগুলো,
জানি ফিরে আর আসবেনা ওরা-
রেশমি সুতোয় বোনা মনোহর সেইদিন কোনদিনও ।
তাই থাক ওরা সব দুধেভাতে মন পিন্জরে
সযতনে ছড়িয়ে যত সুখস্মৃতির পাপড়ি ও নিশান ।
চির সবুজ মনের ভিতর থাকনা ওরা
শরতের উড়ো মেঘের মত আপনসুখে চণ্চলতায় হয়ে ভাসমান ।
তুই থাক ওরে মন -
স্বতস্ফূর্ত সজীব সচল মুখরিত হয়ে ,
থাক না রে তুই অবিরত সুবাসিত বকুল গন্ধ নিয়ে,
আলোকোজ্বল শীশমহলের দীপশিখাটি হয়ে ।
যখন পুড়বে দেহ জ্বলবে হৃদয়
পার্থিব সব অনাসৃষ্টির দহন দাহনে,
তখন আহত ওই দগ্ধ দেহে
মন ওরে তুই অকাতরে দিস দুহাত বাড়িয়ে ।
সুখ চাদরে দিস জড়িয়ে বেদনাহত মন দেহকে -
সোনালী দিনের সেই ফুলকুড়ির ফুটে ওঠার পেলব পরশ দিয়ে।
_________________________
অমিতাভ (১৬.১১.২০১৯) গৃহকোন