কেউতো বেশ পরে দেখি
যত 'জিনস' কেটে ঘষে,
আবার কেউ ওরা পরে ' টপস '
ফাটিয়ে কিংবা চিরে ।
কেউ বা বলে 'গেল গেল'
কেউ বলে ' আ মল ' ,
তাতে কারই বা কি এল গেল
বুঝিনা তা খুব ভাল।
পশ্চিমি কায়দায়
বেশতো খাই চলি পরি যে
মন তো আখেরে দেখি
সেই গেঁতো কমন্ডুলু নয় অজুতে !
__________________
অমিতাভ (১.১.১৯)
** ২০১৯ এ লেখা আমার প্রথম কবিতা।