** ধুসর পৃথিবী
___________
ভাবতেও কেমন অবাক লাগে, অস্বচ্ছ অনুভূতি, লাগে আসহায়।
বার বার হ্যাঁ বার বার সেই কবে থেকে
একই ভুল করেই চলেছি অবিরত মানুষকে ভালবেসে পরিশেষে ঠকে।
পাতা থেকে ক্রমেই যেমন সবুজ রঙ হারায় সরে সরে হয় সে ধুসর,
ঠকতে ঠকতে জীবনসায়াহ্নে কেমন ভালোবাসা ডুমুরের ফুল, নিতান্ত বিরল।
তবুও জানা নেই ভালোবাসা কেন চাই - থাক সে অমলিন হয়ে চিরভাস্বর!
___________________________
অমিতাভ (১৬.১২.২০২৩) গৃহকোণ
** এখানে পিঞ্জর
____________
ভুল ভ্রান্তি বেদনা অশান্তি যত পিছে ফেলে রেখে
ফেরারি এ' মন বেনামী হাওয়ায় ভেসে চলেছে সে খুঁজে
শান্ত নীড়, প্রশান্ত হৃদয়, একটু নির্মল শীতল ছায়া।
মন বলে - আর নয় আর নয় যাপিত এই যান্ত্রিক বিড়ম্বনা,
এবার হয়ে দলছুট দেই অজানায় ছুট - মেলে দিয়ে ইচ্ছেডানা,
চাই শান্ত নদীর তীর হাওয়ায় দোলা ধানক্ষেত অযান্ত্রিক একটু বটছায়া।
___________________________
অমিতাভ (৯.১২.২০২৩) গৃহকোণ
** অভিলাষ
__________
ফুলের সুগন্ধ নিতে, শিশিরে ভেজাতে পা, কাকভোরে পাখির কুজন,
জড়াতে আনন্দে বুকে প্রিয়কে সুখের ওমে - ভালবাসি আমি সুনিশ্চিত ।
ভালোবাসি আঁকড়ে ধরতে তাকে বিপদে তার অশ্রুজলে, অসহায়তায়।
নিশুতির নির্জনে সাগরবেলায় রূপোলী জল ছুঁয়ে চাঁদ প্রহরায় -
পায়ে পায়ে সাথে তার ছন্দে গন্ধে প্রেমের সোহাগ ছড়াতে - ভালোবাসি তা যে নিশ্চয়।
পেতে চাই ভালোবাসায় আতপে আমিষে তারে - উৎসুক মীনচোখ নিয়ে।
_____________________
অমিতাভ (৮.১২.২০২৩)
🌿🌿🌿🌿🌻🌿🌿🌿🌿