তোমাকে
______
আমার সোনালী ভোর ওঠে জেগে তোমাকেই দেখে
কেটে যায় দিনরাত সিঁদুরে মেঘের বেলা মনমাঝে তোমাকেই এঁকে,
সাঁজবাতি তুলসী তলায় দেখি তোমার ছায়ানট, বাতাসের সাথে ভাসে কথারা তোমার
নেশিলি রাত ওঠে জেগে মনকে জাগিয়ে- রাতের বাসরে থাকি তোমাতেই লীন ।

কল্পনায় স্বপ্ন বোননে আছো তুমি, আছো বিনোদনে আমার বিষণ্ণতায়,
জীবনকে নিয়ে জীবনের সাথে তুমি, তোমাকে দেখতে পাই মরণের ওপার।
____________________
অমিতাভ (১৬.৮.২০২২) গৃহকোণ



কিছু
___
কিছু ফুল কিছু ভুল কিছু ছিল অভিমান
কিছু ভাললাগা ছিল, না চেয়েও কিছু ছিল পাওয়ার বিশ্বাস ,
কিছু ছিল বিস্ময় কিছু উষ্ণতার ছিল বিনিময়,
হল্লাবোল স্মৃতিরা দেয় বারে বারে হানা ।

জানিনা কেন যে তুমি সরে সরে থাক দূরে
আকাশের ঠিকানায় তাই চিঠি লিখলাম ।
____________________
অমিতাভ (১৯.৮.২০২২) গৃহকোণ



না বলা কথা
_______
অন্তরে সদাই দেখি মনমাঝে তোকে, চর্মচক্ষেতো অদেখায়
তবে কি বলতেই হয় তুই কি চিনলি না মানুষ, চিনলিনা অনুরাগ আবেগ মন্থন?

জানি তুই থাকিস সরে থাকিস অদেখায় হয়তো অদূরে
তবুও আমাকে তুই গিয়েছিস ভুলে একথাও যে মানি না কখনও।

ভালবেসেও তোকে আর পাইনা তো কাছে
দিশাহারা তোর প্রেমে হয়েছি ছন্নছাড়া - আমি আজ ক যাযাবর ।
_____________________
অমিতাভ (১৮.৮.২০২২) গৃহকোণ