শুভ হোক লক্ষী পূজা কোজাগরী রাতে
প্রজ্বলিত হোক আশার আলোক সন্নিপাতে।

পূজিত হোক ধনলক্ষী প্রতি অন্তঃপুরে গৃহে,
হোক স্বাস্থ্য সৌভাগ্য হোক সুমতি সবার ।

দূর হোক ক্ষুধা যত দারিদ্র অভাব,
চিরসাথি হয়ে থাক সুবুদ্ধি মানবতা ভ্রাতৃত্ব স্বভাব।
______________________
অমিতাভ (৩০.১০.২০২০)
কোজাগরী লক্ষীপূজা

**  সকলের সুস্থতা কামনা করে জানাই শুভেচ্ছা