যেদিন হ’তে নেই তুমি আর পাশে,
নিবীড় স্পর্শগুলো গেছে অশ্রুনদীর স্রোতে ভেসে ।
‘এই শুনছো’ বলে কেউ ডাকেনা তো আর ,
কেউ তো দরজা খুলে দেয়না আমাকে !!
কি দোষ করেছি আমি পার কি বলতে তুমি ?
ভালবেসেই কী তবে করেছি অপরাধ ?
বোঝা না বোঝা সব ভুলে কি অবলীলায় সেদিন
আমরা চিনেছিলাম বলতো কত আপনার করে !
শুধু তো বেসেছি ভাল দুটি মন এক হল, সুখ এল
তারে নিয়ে বেশ তো ছিলাম !
কেন তবে অকারন ভরা চাঁদে এ‘গ্রহন,
শুন্য খাঁচায় বসে শুনি শুধু হাহাকার ।
কে ছিটিয়ে দেবে আজ আগুন জ্বলা পোড়া বুকে
একটুকু জল শিতল তরল - ভালবাসার কমন্ডুলু থেকে?
ক্ষ্যেপা মন তাই আজ বাউন্ডুলে ভুলো
মেঘেদের মাঝে যেন চাঁদ ভবঘুরে ।
‘এই শুনছো’ বলে কেউ ডাকেনা তো আর ,
কেউ তো দরজা খুলে দেয়না আমাকে !!
===========================
অমিতাভ (২৯।৭।২০১৪) দুপুর ১২-১৫, গৃহকোণ