ভালবেসে তো কোনও অপরাধ করিনি নিশ্চয়,
তাছাড়া অপরাধ করার জন্য তো ভালবাসিনি !
ভালবাসা কেন তবে এত দুঃখময়,
কেন তার ঘর এত বেদনার ভিতর?
কেন দিয়েছিলে তুমি এই প্রেম,
হৃদয়ের আকাশে দুরন্ত ঝঞ্ঝা জলোচ্ছ্বাস তুলে?
যদি নাই বা দিলে তার স্রোতে ভেসে যেতে,
বাধাহীন উদ্যামতায় - দুর্বার বেগে?
______________________
অমিতাভ (২৪।৬।২০২০) বাড়ি, দুপুর ২-২০