দূরে কোথাও বুঝি এককোণে সে বসে
ঠিক জানিনা কোথায়?
অজানা কোন সুতোর টানে এগিয়ে চলেছি আমি
পায়ে পায়ে ক্রমশ তারই আস্তানার খোঁজে ।
মন বলে - ওই মনের কাছে যাব,
ওখানেই আমার আশ্রয়,
শান্তির নীড় শীতল ছায়াঘেরা তল।
বেলাশেষে ঘরে ফেরার ডাক আসে -
ছায়ারা দীর্ঘতর,
গোধুলীর আকাশ লাল -
সীমত্নিনী সিঁদুরেই সড়গড়।

দিগন্ত জুড়ে ওই অন্ধকারের হাতছানি।
কে তুমি বাড়িয়ে দিয়েছো হাতখানি,
ক্লান্তিতে শান্তির বারতা সাজিয়ে -
আমারে কর অলক্ষেই ঋণী !
_______________
অমিতাভ শূর
১০.০৭.২০২৩