কে আছ, শুনতে কি পাও ?
চাই দুরন্ত এক তেজী ঘোড়ার
মেজাজ আমি ফুটন্ত ,
তারই সাথে বেপরোয়া প্রাণশক্তি অনন্ত ।

লন্ডভন্ড করে যত নিয়ম নীতির বাঁধন ভয়
চাই ছিটকে বেরুই রক্তবীজের বিষাক্ত এই বেড়াজাল ।

নীল আকাশ ওই সবুজ জমি টুকরো সাদা উড়ো মেঘ ,
হাত বাড়িয়ে বলে ওরা - আয় এখানে দেখ চেয়ে তুই আনন্দরা কি অঢেল।

জীবনের পথ যেন আজ মেঘে ঢাকা আলোকহীন,
অস্ফুট আর্তনাদ শুনি রক্তস্রোতে ধমনীর, বেড়ে ওঠে বলিরেখা - বোবা অচল এই জীবন় ।

চাই ছুটে যাই আলোর বেগে ছুঁয়ে আসি দিগন্ত ,
বাঁধন টুটে মুক্ত হতে চায় যে এ'মন নিরন্তর ।

জানিনা কোন অপরাধে আজ জীবন এমন বিষাক্ত
মুল্যবান এই জীবন নিয়ে খেলে সে কোন  পাষন্ড!

তবে কোনও মানুষ যদি হয়ে থাক এই মরণের ইন্ধনে,
জেনো পাতাল থেকেও টানবে তুলে -  সত্য বড় ভয়ঙ্কর।

কে আছ শুনতে কি পাও?
চাই ঘাম ঝরিয়ে ভরি গোলা,
চাই আনন্দ বিনোদন ।
চাই সভ্য এক সুস্থ সমাজ মানবতায় আবদ্ধ ।
_____________________________
অমিতাভ (৬.৬.২০২১)