বাবু গো দুটো ভিক্ষে দেবে
কত যুগ গেল কেটে এই শহরের পথে পথে
ভিক্ষে আমি চাইনাগো খাওয়ার আমি কুড়িয়ে খাই
পেটের আগুন বেশ নিভাই ।
আলোর বাতির নীচে আমি
পার্কে না হয় ফুটপাতে ।
কাটিয়ে দিই কত কালোরাত্রি আঁধারঘন
চাঁদ তারাদের পাহারাতে কুকুর বিড়াল একসাথে ।
আজ করোনার বিভীষিকায় তোমরা তো সব ঘরবন্দী
আমার যে ওই খুঁটে খাবার এঁটো আহার, তাও যে আজ বাড়ন্ত।
হন্যে হয়ে তাই তো যে আজ -
বৃথাই খুঁজি দিনেরাতে একটু খাবার পথে পথে ।
বড় অসহায় ওই যে দেখি কুকুর বেড়াল বাঁদরকে
ওরাও যে আজ শূন্য হাতে ক্ষুধা নিয়ে চেয়ে আছে মুখপানে ।
তাই জোড়হাতে আজ ভিক্ষে চাইগো আমি
দাওনা দুটো আমাকে আর ওদেরকেও তুমি।
___________________
অমিতাভ (২৮.৩.২০২০) বাড়ি, দুপুর ২-৩০