একটু একটু করে সময়কে পার করে
সবুজ পাতা ধূসর হয়ে একটু একটু ঝরে।
একটু একটু করেই ঢলে পড়ে আলো যত ক্রমেই অন্ধকারে,
সুগন্ধ ছড়ায় ধূপ পুড়িয়ে আপনারে একটু একটু করে।
হাজারো দুঃখ নিয়ে তপ্ত বাতাস ধুলিঝড়ে একটুকু আঁকড়ে জীবন
ক্যকটাসেরা আছে বেঁচে ঊষর মরুপথের ধারে ,
হারিয়ে যাবে ধুলোর নিচে পুড়বে ক্ষরতাপে জেনেও
কতনা মোহিনী রঙে ফোটায় আপন ফুল জানাতে এখনও রয়েছে প্রাণ বেঁচে।
তাই সরিয়ে দিয়ে দুঃখ যত, বেদনাহত গুমোট আকাশ মনের,
একটুকুই বা বাঁচি নাহয় আরও - পড়ে পাওয়া অমূল্য এ'জীবন,
যদ্যপি রয়েছে প্রাণ ধড়ে তাতে বইছে নিঃশ্বাস,
আছে ভাবনা আছে কিছু স্বপ্নরাও আজও বেঁচে - মনের মুকূরে ।
একটু না হয় থাকলেই বা আরও সাথে,
একটু না হয় ভুলেই আপনারে ।
একটু সময় হোলোই না হয় পার,
আঁকড়ে ধরে সুখস্মৃতি না হয় একটিবার!
_____________________
অমিতাভ (২৭.১০.২০২২) গৃহকোণ