আমি যে ডুবেছি ভরা
ঘন বরষায়
ভাসিয়ে নেয় সে আমায়
তার প্লাবনধারায় ।
মগ্ন আমি সিক্ত যে তার
নৃত্যগীতে জলনূপুরের,
বরষা আজ বাঁধনহারা
ক্লান্তিহীন তার বরিষণে ।
ভেজায় দেহ এই মনপ্রাণ
আজ বরষার বৃন্দগানে,
বরষায় নিমগ্ন আমি
জলজ তার আলিঙ্গনে ।
__________________
অমিতাভ (৪.৯.১৯) রাত ১০-১৫