বন্দী আমি বন্দী তুমি
বন্ধ যে এই পৃথিবী
মন্দ ভালোর নেই যে ফারাক
সন্দেহ আজ সকলকে।

শিক্ষা দীক্ষায় সমতা আজ
নারী পুরুষ হিজড়েতে,
চোর সাধু আর কচি বুড়ো
সবাই যে আজ এক সুতোয়।

মাস্ক পরেছ ? হাত ধুয়েছ ?
দূরে দূরে থাক সবাই ।
থাক ঘাপটি মেরে ঘরের কোণে
করো নিজে বেঁচে বাপের নাম।

কি বললে - প্রেম পিরিতি ভালবাসা ?
আদর চুমু আলিঙ্গন ?
কাগজে কলমে লিখে, সেলফোনেতে বকে বকে
'ভার্চুয়েলি' যত পার - কর নিবেদন।

আরে ভাই আপনি বাঁচলে বাপের নাম,
রাখ আল্লা হরির নাম !
বিশ্ব জুড়ে ফাঁদ পেতেছে মারতে মানবজাতিকে,
ধম্ম কম্ম গুটিয়ে এস তাড়াই শত্রু করোনাকে ।

প্রাণে বাঁচ, বাঁচতে দাও সবাই মিলে একসাথে
আল্লা মোল্লা দুগ্গা হরি হবে না হয় সবুরে।

সবার আগে আমরা মানুষ সামলা কাপড় নেভা আগুন,
আমীর গরিব জাত ধম্ম হবে নাহয় তারপরে ।
______________________
অমিতাভ (১৭.৪.২০২০)

** ভয়াবহ করোনায় আজ সারা পৃথিবীতে ২২,০৮,৮৪১ জন সংক্রমিত এবং১,৪৮,৭৭৪ জন মৃত।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কঠোর নিয়ম মেনে ঘরে থাকুন, দূরত্ব বজায় রাখুন।
নিজে বাঁচুন অন্যকে বাঁচান।