এখানে পিঞ্জর ১
____________
ইদানীং মনে হয় ধুলোয় ঢাকা এক ধুসর নগরে করি বাস,
এখানে ঘুনপোকা আর জোঁকে ভরা দগদগে এক বিপন্ন সমাজ,
এগিয়ে চলেছে সে ভয়াবহ এক সামাজিক ফাঁকি আর ফোকরের ক্ষতভরা পথ বেয়ে ।
পায়ে পায়ে সম্মুখের ওই রাজপথ ধরে -
এগিয়ে চলেছে সভ্যতা যত অসভ্যতার উল্কী মেখে গায়।
মনে হয় এ'নগর আর আমার নয়, চারিদিকে এখানে এখন শুধুই পিঞ্জর।

এখানে পিঞ্জর ২
________________
কোথায় আজ ইন্দ্রপ্রস্থ, বারনাবত, বৈশালি?
মনে হয় এ'নগরের ক্ষয়িষ্ণু দেহের শতছিদ্র দিয়ে
খসেই চলেছে অবিরত এই সমাজ অট্টালিকার ইট চুন বালি।
কান পাতলেই শোনা যায় চারিদিকে ক্রন্দন, চাপা বিষোদগার
বাঁচার তাগিদে শত উদ্বাহু হাত - বড় নিঃসহায় লাগে আপনারে।
মনে হয় এ'নগর আর আমার নয়, চারিদিকে এখানে এখন শুধুই পিঞ্জর।
____________________________
অমিতাভ (৩১.১.২০২৪) গৃহকোন