বেশ লাগল কিন্তু আজ,
তার সাথে কথা বলে কিছুক্ষন কাটিয়ে সময়,
একাকী সন্ধ্যাটা আর গোমরা হতে পারেনি আজ রোজকার মত,
পারেনি সে মন খারাপের মেঘ দিয়ে আজ আর ঢাকতে আমাকে ।
আজ আমার মনের আকাশে যে দিয়েছিল উঁকি -
এক উজ্জ্বল সন্ধ্যা তারা ।
সে তার আলোর ছটায় দিব্যি সরিয়ে দিয়েছিল -
সন্ধ্যার ওই গুমট করা চাপ চাপ অন্ধকারটাকে ।
এই সন্ধ্যায় কথাগুলো তার ছড়িয়ে গেল
সুগন্ধি ধূপের মত সারাটা ঘরময়
এঘর থেকে ওঘর, আবার ওঘর হয়ে পাশের ঘরটাতে ।
এক সুরেলা ছন্দ বুঝি লাগল মনোবীণার তারে,
ছন্দহীন নিঃশব্দ এই স্থবির ঘরটাতে,
মন আমার বাঁধল বাসা আশায় আশায় হয়তো তাকে ঘিরে।
তার কথায় মনে হল -
এক ঝোঁকা টাটকা বাতাস বুঝি বয়ে গেল
বুহুদিনের জমা বরফে ঢাকা নিশ্চল মনকে যেন সে দিল নাড়িয়ে ,
তপ্ত দাবদাহের মাঝে সে যেন এক আঁজলা জল।
না বলতে পারা ইচ্ছেগুলো যেন
অনেকদিন পর আজ কিছু বলতে চাইল,
এ এক অযাচিত চিত্ত বিনোদন!
সন্ধ্যার মিষ্টি হাওয়ায় মনে জাগে এ' কোন হিল্লোল ?
_________________
অমিতাভ (২৭.৬.২০২২)