জন্ম মৃত্যুর মিলনমেলায় এই ভূবনডাঙার গোঠে
মেতেছি সোৎসাহে সবে এক অনিশ্চিতের খেলায় ।
এখানে ভোরের আলোর পেলব ছোঁয়ায়
পাখির কুজন শুনে,
শিশিরে ভিজিয়ে পা
সরষে ক্ষেতে, ধানের শিষে -
নতুন প্রভাত জাগে।
কত স্বপ্ন ওরা মেলে ডানা
রূপোলী চাঁদ তারার নিচে -
প্রেমে ভিজে, ভালবেসে, কামনার আঁচে।
এখানেই ঝাড়বাতির নিচে
শত স্বপ্ন মরণ দেখে
নিঃশব্দ আর্তনাদে।
প্রতিরাতে নীল আলোর নিচে
রঙিন পানপেয়ালায় মজে -
সুখস্বপ্নেরা রচে কত অভিনয়।
তারই নিচে আলোর অন্ধকারে
তিলে তিলে মরে ওরা চাতক হাহাকারে।
____________________________
অমিতাভ (২৩.১.২০২৩) গৃহকোণ
✍️✍️✍️✍️✍️✍️