ছু ম-ন্ত-র ছু উ উ উ উ...
ছিলাম একটি রুমাল
হয়ে গেলাম বেড়াল
সামনে দুধের বাটি,
আম দুধ দুইই আছে মিষ্টিতে মাখামাখি।
আমে দুধে মেখে
বেশ সাবড়ে দিলাম কষে,
রয় যে পড়ে আঁটি
আর শুকনো জামবাটি!!
খাওয়ার পরে শেষে
আর কেই বা খবর রাখে
এদিক ওদিক দেখে
দে না ছুড়ে ফেলে ।
আহাহা চোখ যে আসে মুদে ...
দাওনা একটু শুতে,
কি আর করা ভায়া
সবই যে তার মায়া ...
ছু ম-ন্ত-র ছু ...
আমের আঁটি?
ফু-উ-উ-উ-উ ...
====================
অমিতাভ (৫।৭।২০১৫)
** যাঁরা এমন তাঁদের নিয়েই এই লেখা, জানা নেই ব্যতিক্রমি ঠিক ক’জন। নির্বাচিত
মন্ত্রী, সাংসদ ও এমেলেদের বেতন, ভাতা তাদের রাজসিক সুবিধার বহর এবং তাদের চলন বলন ব্যবহার দেখে তো তাই মনে হয়।