আমি জীবনের গান গাই জীবনকে খুঁজে যাই
নীল আকাশের নীলের মাঝে গহন বনে ধানের ক্ষেতে
নদীর ধারে মেঠো পথে ডাহুক ডাকা হিজল ছায়ে তারে খুঁজে পাই।

জীবন যে ওই খোলা হাওয়ায়, দেখি তারে চাঁদ জোছনায়
শিশুর হাসি কলতানে সে আছে সাতরঙে মিশে ফুলে ফুলে প্রজাপতির রঙিন পাখায়
নদীর স্রোতে ঝর্ণাধারায় আকুল প্রেমের পাগলপারায় জীবন বয়ে যায় ।

জীবনকে যে দেখি আমি নীল সাগরে ঢেউয়ের দোলায়
নিটোল প্রেমে ভালবাসায় সে আছে প্রেম বিনোদনে - মাতৃস্নেহের আবেগ মায়ায় ।
সে আছে ওই পাখির কুজন ভোরের রবি, গন্ধ বকুল শিউলিতে,
আছে ঘাসের শীসে শিশির কণার মুক্তাবিন্দু হয়ে দোলায় ।

বহমানা জীবন যে বয় ইচ্ছেসুখে আপনমনে,
জানেনা থামতে সেযে আনন্দ তার বয়ে চলায় ।
পার্থিব অপর্থিবের সেতুবন্ধ হয়ে জীবন
বয়েই চলে ছন্দে আপন অনন্ত তার শুধুই গমন মহাকালের অমৃতধারায় ...
-----------------------------------
অমিতাভ (১৭.১১.২০১৬) বাড়ি, সকাল ৬-৩০