চল যাই
বন পাই
আর সভ্য হয়ে
কাজ নাই ।

দেখতে চাইনা আর
এমন -
সুশীল ও বিদ্বজ্বনের
বুজরুকী হৈ চৈ ।

মন বলে আজ তাই
চল যাই
বন পাই
বন্য হযেই ধন্য হই ।
___________
অমিতাভ (৮.১০.১৯)