কে আছো শুনতে কি পাও
বেঁধনা আমাকে আর,
শহুরে চার দেয়ালের এই বিলাসী কারায়।
দাও ফিরিয়ে দাওনা আমায়
লাল মাটির ওই পথ,
ঝিঙের মাচান খড়ের গাদা ধানক্ষেতের ওই আল।
চাইনা আমার শহুরে প্রেম
ওই বিলাসব্যেসন আর বৈভবি দেমাক,
চাইনা আমি বাবু হতে চাইনা অমন ঠুনকো সাহেবিয়ানা।
দাওনা আমার কাগুজে নাও
ঝিলপাড়ের ওই নিঝুম দুপুর ,
বাঁকা পথের রাঙা ধুলোয় আমার হারিয়ে যাওয়া গ্রাম।
আছো কি কেউ শুনতে যে পাও যন্ত্রনা আমার?
এখান ওখান সেখান হতে কিংবা কেউ সপ্তম আকাশের ওপার ?
______________________
অমিতাভ (৭.৬.২০২০)বাড়ি, রাত ১২-১০