দুঃখ আছে মনের কোণে আসা যাওয়ার পথের বাঁকে,
দুঃখ আছে তোমার আমার না দেখা হওয়ার বিরহতে ।

দুঃখ আছে নীরবতায় শুষ্ক মরুর পান্থশালায়,
ভাটার টানে বয়ে চলা উদাসী ওই নদীর স্রোতে ।

দুঃখ যে ওই হারিয়ে ফেলায় মনের মানুষ অন্য লোকে,
রাতপাখির ওই এক নাগাড়ে নিশুত রাতের হাহাকারে ।

দুঃখ আছে বৃষ্টি দিনে ভাঙ্গা ঘরের ফুটো চালে,
দুকুল ভাসা প্লাবন জলে ভেসে যাওয়া ঐ বাস্তু ভিটায় ।

দুঃখ কিছু কলিজাটাকে দমন পীড়ন দহন করে,
কেউযে আবার অগোচরে মনমাঝে লম্বা শেকড় গেড়েই চলে ।

কালের স্রোতে সময় যে বয়
দুখের কোলে সুখ জড়িয়ে ।

দুঃখ আছে বলেই তো সুখ -
দেমাক নিয়ে আসীন সে আজ সুয়োরানীর তক্তপোশে ।
_________________________
অমিতাভ ( ৭.৪.২০২২ ) গৃহকোণ