কে বলে প্রেম তুই শুধুই বিদ্রোহী
তুই নচ্ছার, সোচ্চার,একগুঁয়ে গোঁয়ার তুই
বিরহ যন্ত্রনা নিয়ে তুই আরোহী।
অনুরাগী বৈরাগি পরাক্রমী তুই,
শিল্পীর তুলি হাতে খাজুরাহ কোনারকে - তু্ই প্রাঞ্জল !
মৌনির জটা হতে প্রবাহমানা তুই, তুই তো লাল টিপ কপালে সিঁদুর ।
------------------------------------
অমিতাভ (১২.১১.২০১৭)লেকের ধার, বিকেল ৪-৪০