বড় ইচ্ছে করে
নীল সমুদ্রে শুশুক হয়ে আজ বাঁচি,
অগনিত শুভ্র ফেনীল
ঢেউয়ের সাথে খুব নাচি।
দুচোখ মেলে দেখি যখন
সিমানাহীন ওই নীল আকাশ,
বড় ইচ্ছে করে
যাইনা উড়ে বিহঙ্গদের চেতনায়।
বড় ইচ্ছে করে ভাবতে যে আজ
আমি আর যাই হই মানুষ নয় ।
নিখিলের নিঃসীমতায়
অসীমের ওই সুনীলে
আমি যাই ভেসে যাই
সোনালী ডানায় সুদুরের শঙ্খচীল হয়ে ।
________________________
অমিতাভ (৪.১০.১৮)