চিন্তা চেতনে, মননে সংশয়,
এ'কেমন বর্তমান এত প্রপঞ্চময়?
ফুলে গন্ধ নেই, চৌচির ধরণীর বুকে রক্তরেখারা,
নীল আকাশের নিচে নীল নরকে দেখি বৃশ্চিককুল হূলে নীল বিষ নিয়ে।
ঘুম ভাঙে অবশেষে কালান্ধকারে বওয়া রাত্রিশেষে,
দিন মুখর হয় শুনি হতাশার হাহাকার - নিষ্ফলা বিলাপ।
বিষবাষ্প ছড়ায়, বাতাসে ফিসফিস, চোরাবালির ফাঁদে পৃথিবীর পিঠ,
প্রভাতফেরির গানে শুনি ক্রন্দনে সোম।
দিনের আলোয় এ'কোন প্রেতছায়ার প্রভাব?
একি মানুষ পোড়া উড়ো ছাইয়েদের মেঘ?
ছেয়ে গেছে নগর শহর গ্রাম গঞ্জ কুটির -
ক্যকটাসের কাঁটায় কাঁটায়।
আবার কি কোনও আসু লয়, বিপর্যয় -
ব্যবিলন, ট্রয় কিংবা পম্পেইয়ের মত?
ছিদ্র শহরে দেখি হায়নারা রাজপথে করে লং মার্চ,
উপোষী শকুনের পক্ষপুট তলে।
___________________________
অমিতাভ (১৪.১১.২০২৪) গৃহকোণ