রাতের নিঃশব্দতায় যখন নির্ঘুমে পার হই
প্রহর হতে প্রহরান্তরে একাকী নিভৃতে,
ফেলে আসা যত ভাল না লাগাগুলো ওরা
কেমন যেন একে একে জড় হতে থাকে,
কালো নামাবলীচড়িয়ে গায়ে
নিশুতির আয়োজিত অন্ধকার মজলিসে।

মনে পড়ে?  
বলেছিলি তুই - হৃদয়ে তোর কোথাও লেখা আছে নাম
ভাগ্যে রয়েছে তোর আমার মিলনের কথা !
তবে আর ভয় কি?
কোমল গান্ধার ধুন তুলে আয়,
আয় আতপ সুগন্ধ নিয়ে তোর -
পার্থিবতায় বেঁচে নিই তোকে।
মরণকে সাক্ষী করে দেখি আর কত রূপে
কত অর্থ অনর্থ পথ পর্ব পরিসর আছে বাকি এই ভবপারে?
___________________________
অমিতাভ (৪.৬.২০২৩) গৃহকোণ