বেলাশেষে ধরণীর বুকে ঐ আসিয়াছে নামি
বিষণ্ণ এক রক্তিম চিরগোধূলির ঘন ছায়া ।
বৈশাখী ঝড়ে ক্রমান্বয়ে পড়িতেছে ঝরে -
কত অগনন অবিরত,
বিরামহীন অসহায় হতবাক যত
বৃন্তচ্যুত ঝরাপাতার মত ।
চারিদিকে হাহাকার নিষ্ফলা চিৎকার
অন্ধ হয়েছে ঈশ্বর, হয়েছে সে মুক ও নির্বিকার বধির ।
কে দিবে আশ্বাস হায় কে করিবে সমাধান ,
ভুবনডাঙ্গার চরে আর কত দিতে হবে মানব আহুতি ?
___________________________________
অমিতাভ (৩০.৪.২০২১)
** আজ শুধু ভারতেই একদিনে ৩,৮২০০০ মানুষ 'করোনায়' আক্রান্ত ও ৩৬২১ জন মৃত ।