নিঝুম গ্রামে দাঁড়িয়ে দুপুর,
এক পায়ে বক শান্ত পুকুর
ডাহুক চরে নিরজনে ছায়ায় ঝিলের পাড়ে।
আনমনা মন যায় হারিয়ে
বকুলবীথি ছায়ে ।
মাছরাঙ্গা জলফড়িং নিয়ে
কলমি ফুলে ভ্রমর ওড়ে,
ভিন গাঁয়ের ওই খুব নিবীড়ে
বসে আছি চাঁপাতলায় ঝিলের ধারে -
সান বাঁধানো ঘাটে।
নীরব দুপুর নীরব আমি
নীরবতার সাথে ,
একলা আমি একলা বড়
একলা পৃথিবীতে...
সান বাঁধানো ঘাটে আমি চুপ দুপুরে বসে ।
______________
অমিতাভ (২৪.৮.১৬)