স্বচ্ছ সুন্দর এক সুস্থ জীবন বড় কাঙ্খিত আমার,
আমিও বাঁচতে চাই ভীষণ ভাবে এ'জীবন,
তবে সহাস্যে সোল্লাসে তাকে গৌরবময় করে।
এক সৌহার্দময় শিক্ষিত স্বাধীন জীবন বড় প্রিয় যে আমার।

তাই এমন হেটমুন্ডে পরাধীন হয়ে বেঁচে থাকা,
আপোষে আপষ করে শুধুই বাঁচার জন্য বাঁচা,
এমন মেরুদন্ডহীন, ন্যুব্জ কুব্জ হয়ে বাঁচা - বড় ঘৃণ্য মনে হয় ,
মনে হয় আপোষে অবনত এ' এক উঞ্ছ জীবন।

এর চাইতে চিরতরে স্তব্ধতা যেন অনেক শ্রেয়,
ওই মহামরণের কোলে আশ্রয় নিয়ে বুঝি হাঁপ ছেড়ে বাঁচা।
এমন ক্ষুন্নিবৃত্তি করে বাঁচার জন্য ভাবিনিতো আমি,
আমিতো চেয়েছিলাম একটু রোদ্দুর হতে।

একটু উঁচিয়ে মাথা চেয়েছিলাম বাঁচি ভালোবেসে বিনিময়ে তারে পেয়ে,
বাঁচিয়ে সবুজ মন, এই সবুজ পৃথিবীকে -
চেয়েছিলাম বহমানা নদী হয়ে বাঁচি অযান্ত্রিকতায়,
এমন যন্ত্রনাকর অমানবিক যান্ত্রিকতায় নয়।

আমিও  বাঁচতে চাই ভীষণ ভাবে এ'জীবন,
তবে সহাস্যে সোল্লাসে তাকে গৌরবময় করে মানবিকতায়।
_____________________
অমিতাভ (৩১.৫.১৯)