ভালোবাসা - বুঝিস কি তুই কি নিবিড় করে তোর আত্মিক হতে চাই
তোর সাথে তো অধমের নেই কোনও লড়াই।
কেন তবে সরে সরে ক্রমেই তুই যাস যে দূরে আকাশ ধরার মত
ভালোবাসা - তুই ছাড়া যে বিপন্নতা আমার শুধুই সর্বনাশ।
সময় তো বয়েই চলে তার অধিগত অভ্যাসে
বিষন্ন চিরকুটেরা কেন উদাসী হাওয়ায় ওরা ওড়ে?
ওরে দহন - আর একটুকু তুই দাঁড়া, দেখ এখন চৈত্র মাস
একটু পরেই দেখনা নীল আকাশ, বছর শুরুর আসছে যে বৈশাখ।
শেষ তো হতেই হবে জানি, নশ্বর হয়েই যখন হয়েছিলাম শুরু,
একটুকু তাই বাঁচতে দেনা প্রেমে, আমাকে ভালোবাসার ওমে।
ভুল না বুঝে রাগ সরিয়ে চল না ভালোবাসি,
কি হবে আভিমানে, গ্লানি নিয়ে সরে, সময় যে যায় চলে!
ভালোবাসা - বুঝিস কি তুই কি নিবিড় করে তোর আত্মিক হতে চাই
তোর সাথে তো অধমের নেই কোনও লড়াই।
______________________
অমিতাভ (১৪.৪.২০২৩) গৃহকোণ,
(বর্ষশেষ)