কতটা ভালোবাসলে বল ভাল থাকা যায়
কতটা ভালোবাসলে ভাল
বল ভালোবাসাকে জানা যায়
কতটাই বা ভালোবাসলে পরে -
ভালোবাসার ভিতর ঘরে যে আতপ আলোর প্রদীপ আছে -
তার আলোয় বিধৌত হয়ে বুদ্ধ হওয়া যায়?
প্রশ্নগুলো মনের মাঝে সাপলুডোর চালে ছুটে বেড়ায়
তোমাকে ভালোবাসতে গিয়ে - ভালোবাসার সাথে।
ভাল লাগে বাসতে ভাল তোমাকে আমার - হয়তো বা তোমারও,
তবে মন যে শুধুই চায় সে আরও আরও ভালোবাসি,
কি করে কখন যে শান্ত হব তা না জেনে!
আমার একটা নদী আছে জানি আমার মনে,
একেবারে শুরুর সেই শিশুবেলা থেকে,
বয়ে চলে সে তির তির তির - তারই আপনমনে
তবে এখন সে যে এলোমেলো উড়নচণ্ডী বড়ই সে উত্তাল,
নদীটা ভাসতে চায় তোমাকে নিয়ে সাথে - তোমার জলজ তরল স্রোতে।
ভাল লাগে থাকতে ডুবে
তোমাকে ভাল লাগার পর থেকে ভালোবাসার ভাবনায় শুধুই ডুবে যেতে।
চাই ভাসতে আমি ভালোবাসার স্রোতে
চাই মুক্তি আমার প্রাণে মনে, চাই আমি নির্বাণ,
তোমাকে ভালোবেসে আমি বুদ্ধ হতে চাই।
____________________________
অমিতাভ (১.১১.২০২৪) বিকেল,৪-৪৫, লেকের ধার