তুই যে আমার ভাল লাগা
আমার মনের মানুষ তুই,
তোর সাথেই যত দুষ্টুমিষ্টি
আমি তোকে নিয়েই রই ।
আমার ঝগড়া ঝাটি খুনসুটি
আদর সোহাগ তু্ই,
তুই যে আমার ভীষণ আপন
বুঝিস কি তুই?
একটু এদিক ওদিক হলেই
কেমন গাল ফুলিয়ে তুই তা হলে,
তুই যে আমার জিওন কাঠি
সুখ স্বপ্ন তুই।
তোকে নিয়ে সাত সমুদ্দুর
পাহাড় নদী পার,
তোকে নিয়েই উতল হাওয়ায়
আমার বৃষ্টি ভেজা ভোর ।
খুলে দে তোর আয়না মনের
দেখনা চেয়ে ভিতরে তার,
তোর মাঝেই দেখ আছি আমি
আমি শুধুই তোর ।
-----------------------------
অমিতাভ