গগণতলে জমেছে ওই
ঘন মেঘের মেলা,
চঞ্চল উতল ওরা
মেতেছে নৃত্যগীতের খেলায়,
শুনি সাজ সাজ রব চঞ্চলতা
কৃষ্ণ মেঘমালায়।
আষাঢ় ঘন গগণতলে
বিনোদিনী ওই মেঘবালিকা
নাচিছে ঘিরি ঘিরি
তার জলনূপুর দুপায় ।
চকিত আলোকে গগনভেদী
গুরু গম্ভীর আবহগীতে
মেতেছে আষাঢ় মেঘমল্লারে
ঘন বরিষণ - নৃত্যেগীতে।
_________________
অমিতাভ শূর (২৫.৬.১৯)