এই পৃথিবীর বুকে আমরা সভ্য, স্বঘোষিত এক শ্রেষ্ঠ উন্নত শ্রেণী,
এহেন সভ্যতার ব্যটন বাহক আমরা আজ হয়েছি শহুরে।
সভ্যতার এই অলিন্দে ঝেঁকে দেখি
হ্যাঁ, নয় নয় করে আমারও হাঁটা হয়ে গেল, তাও বেশ অনেকগুলো দিন।
ইদানিং বড় ক্লান্ত লাগে,নিজেকে কেমন ন্বুব্জ কুব্জ দেখি মেরুদন্ড ভাঙা ,
সামনের অধিকাংশকেই মনে হয় পরচুলা পরা, মুখে ওদের মুখোশ আঁটা।
একি চিত্তবৈকল্য, বিভ্রান্তি, নাকি কোনও ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে গেলাম?
ক্লান্ত শরীরে গা এলিয়ে একান্তে ভাবি একটু জিরান নিই বসে,
আনমনে একটু হিসেব মেলাতে গিয়েই দেখি শিউরে উঠল গা
শহুরে সভ্যতার অলিন্দে অলিতে গলিতে দেখি পচাগলা দগদগে ভয়ানক যত ঘা!
চারিদিকে এ'কোন রাজা মন্ত্রী কোটালেরা, এ'কোন উলঙ্গ রাজার মহাল ?
এখানে প্রতিদিন দেখি সভ্যতার দহন হনন দেখি তার নিদারুন মুন্ডছেদন!
কান পাতলেই শোনা যায় শহরের আনাচে কানাচে হাহাকার,
আসন্ন মৃত্যুর গোঙানি, বিবেক বুদ্ধি সুবিবেচনারা আজ বাড়ন্ত এখানে।
সভ্যতার এই ভুলভুলাইয়ার জটিলতায়
খোলা মন মানবিক বোধ ও ভরসারা হারিয়ে গেছে বহুদিন।
এখানে পিঞ্জর, প্রভাতি গানে বাজে বন্দীশালার গান,
স্বপ্নরা রাতভর ভাঙে আর ভেসে যায় রক্তলেখায়।
স্বগতোক্তি করতেই হল বসে বসে -
বাহ, চমৎকার, চমৎকার এই উত্তরাধিকার।
___________________________
অমিতাভ (২২.১.২০২৩) গৃহকোণ