দিন বদলের এই খেলায়
আমার যে কাটেনা আর
ভেলায় ভেসে এই বেলা।

কোনখানে মন যায় ভেসে
কারে ভেবে স্মিত হাসে?

মন জানে আর সেই জানে আজ
যার নেশাতে অবোধ্য এই
মন হাসে ওই মন ভাসে।
_______________
অমিতাভ (১৯.৭.১৮)