স্বপ্নদের কখনো মৃত্যু হতে নেই
তাদের বেঁচে থাকতে হয়, প্রতিনিয়ত।
কারণ সব মানুষের বেঁচে থাকাটা সর্বাংশেই
স্বপ্নদের বেঁচে থাকার উপর নির্ভর করে।
এক ছন্নছাড়া গরিবকে দেখেছিলাম
জিজ্ঞেস করলাম, "কি পেলে খুশি হতে?"
বললো, "যদি দু'বেলা পেটভরে খেতে পারতাম!"
হয়তো ওটাই তার স্বপ্ন, আপাতত!
এক স্বচ্ছল পরিবারে গিয়েছিলাম
জিজ্ঞেস করলাম, "কি পেলে খুশি হতে?"
বললো, "যদি দামি গাড়ি ও বাড়ি থাকতো!"
হয়তো ওটাই তাদের স্বপ্ন, আপাতত!
দামি বাড়ি-গাড়িওয়ালার কাছে যেতেও ভুলিনি
তাকে জিজ্ঞেস করতেই গম্ভীরভাবে বললো,
"যদি কোটি টাকার মালিক হতে পারতাম!"
হয়তো ওটাই তার স্বপ্ন, আপাতত!
আমি আর কারো কাছে যাই নি।
ইচ্ছে যে ছিল না তা নয়, কিন্তু সময় কোথায়?
জীবন গড়তে দিনরাত ব্যস্ত থাকতে হয়।
হয়তো এটাই আমার স্বপ্ন, আপাতত!
১১.০১.২০১৯