তুচ্ছ ধুলিকণা শিশিরে বেঁধেছে জমাট
মেঘলা আকাশ 一 ভারী বিষন্ন
ওদিকে শুভ্র বক মরে পড়ে আছে
আকাশমণির নিচে 一 সবুজ ঘাসের উপর
পৃথিবীর বাতাসে আর স্বপ্নের গন্ধ নেই
নিশ্বাসেও এখন 一 জটিলতা!
চারিদিকে অসহায় সময়ের আর্তনাদ
চোখের পাতায় এখন শুধুই 一 রূঢ় বাস্তবতা
ধানের ফাঁকে লুকানো সুদর্শনের শরীর
তারাদের মৃদু শিখায় পূর্ণ হয়েছে
আমার হাত 一 আর ছুঁতে পারে না তা
আঙুলের ভাজে ভাজে শেকলের কারুকাজ!
পা জোড়া আলোর সন্ধানে বেরিয়েছে
সন্ধ্যাপ্রদীপ নিভেছে বহু আগে
রাতের ঘুমে এখন রূপকথা হয় না
হাতের মুঠোয় 一 ক্ষুদ্র এই জীবনপ্রদীপ!

২২.০৬.১৯