এমন একটা দিন আসুক
যেদিন প্রাণ ভরে বাতাসের গন্ধ নিব
দু'চোখ ভরে পৃথিবীকে নতুন করে দেখবো
মনের ডানা মেলে উড়ে বেড়াবো, আগের মতো!
এমন একটা দিন আসুক
যেদিন হৃদয়ের এককোণে জমে থাকা ভালোবাসা
পুনর্জীবন পাওয়ার উচ্ছ্বাসে আলোর ছোঁয়া পাবে
সেদিন কত দূরে ঈশ্বর, কত দূরে?

ঈশ্বর, আমরা পাপী, অধম আমরা!
এ যাত্রায় তবুও বাঁচিয়ে দাও, মিনতি আমাদের
আমরাও প্রকৃতিকে বাঁচিয়ে রাখবো
এই তোমার কাছে কথা দিলাম।

ফুল ঝরা পথে বহুদিন হাঁটিনি,
আমের মুকুলের সুগন্ধ পাইনি,
কোকিলের ডাকও কানে আসে নি।
এদিকে বসন্তও শেষ হয়ে এলো!
কিন্তু চোখের সামনে শুধুই বদ্ধ ঘরের বিষন্নতা।
এমন একটা দিন আসুক
যেদিন আজকালকার দিনগুলো
আমাদের মনে দুঃস্বপ্নের দিন হয়ে থাকবে!


২৯.০৩.২০২০