বিকেলের ঘাসে বসে পাতা ঝরা দেখি
উন্মুক্ত আকাশে দু-এক টুকরো মেঘ
তোমাকে ভাববো কিনা তাই ভাবি
ভীষণ অপ্রয়োজনীয় ভাবনা; তবুও ভাবি।
তুমি মিশেছো স্বপ্নের অপূর্ণতায়
আমার হৃদয় ভরেছে দিগন্ত শুন্যতায়
আঁধার ঘনিয়ে আসার বিষণ্ণতা
বেলাশেষের ক্ষণিক অস্থিরতা
আমাকে কেন জানি আর ছুঁতে পারে না!
বেদনায় কবেই নীল হয়ে গেছি!
হৃদয়টা উড়ে গেছে পালক হয়ে
আমি হেঁটেছি বিরানভূমির মাঝ দিয়ে
বহুদূরের নক্ষত্র তারার পথে।
কত মহাকাশ পাড়ি দিয়েছি আর
জীবনপথের কত স্টেশনে থেমে থেমে
কত কত বার যে তোমায় খুঁজে গেছি
সে কথা না হয় মনে মনেই থাকুক!
কিছু কথা না বলা হয়ে থাকাই চিরসুন্দর!
০৬.০৪.১৯
জগন্নাথ হল, ঢাবি