কতকাল হলো আমাদের কথা হয় না!
দিন পেরিয়েছে, এখন বছর পেরিয়ে যাচ্ছে
কি অনায়াসেই, অদ্ভুতভাবে!
অথচ সেই আমরাই না কথা না বলে
একটা দিনও যেতে দিতাম না?
এখন আমি বোধহয় শক্ত হয়ে গেছি
শূন্যতায় যে কবে অভ্যস্ত হয়ে গেলাম,
অপূর্ণতাকে যে কবে জীবনে মানিয়ে নিলাম,
খারাপ লাগাও যে কবে গা সওয়া হয়ে গেলো
কিচ্ছুটি টের পেলাম না কখনো।

কিছু দীর্ঘশ্বাস তোর নামে রেখে দিয়েছিলাম
মাঝে মাঝে তা-ই ফুসফুস চিঁড়ে বের হয়
ক্ষততে সময়ের প্রলেপ লেগেছে
তাই এখন তুই অপূর্ণতাতেই সবচেয়ে সুন্দর!
তোর এই অনুপস্থিতি অভ্যস্ততা হয়ে
জীবনের শাখা প্রশাখাতে মিশে গিয়েছে
শুধু মনে পড়ে, একদিন তোকে কত চেয়েছিলাম!
আজ কেন দূরত্ব এত প্রিয় হয়ে গেলো?


০৫.০৪.২০২০