হবে তখন রাত দেড়টার কাছাকাছি
এক কাপ কফি গরম করে টেবিলে রাখলাম
বই পড়তে পড়তে পান করবো বলে।
জানালাটা ছিল খোলা, দৃষ্টি গেল বাইরে।
গাছের পাতা পড়ার মৃদু শব্দ; সাথে ঠান্ডা বাতাস
শরীরে লাগতেই কেঁপে উঠছিলাম কেমনভাবে!
কি সে রহস্যময় অজানা এক রাত্রি!
আসন্ন ঝড়বৃষ্টির আগমনী গান কানে বাজছিল
আমার বাউন্ডুলে মনে পুরানো সব ভাবনার মেলা
অন্ধকার আকাশে আবছা মেঘেদের দিকে চেয়ে
কতকাল তোমায় দেখি না তা ভাবছিলাম
হিসেব কষে কূল পেলাম না; আসলে বহুদিন।
আকাশে মেঘের গর্জন শুনি, ওটা কি সত্যিই গর্জন
নাকি হৃদয় ভাঙার শব্দের প্রতিধ্বনি?
এভাবে কাটলো বেশ কিছু মুহুর্ত!
বৃষ্টি নামলো; আমি ভাবনা থেকে বেরোলাম
দেখলাম, কফিটুকু ঠান্ডা হয়ে গেলো; আর
বইয়ের পাতা উনপঞ্চাশ পৃষ্ঠা পিছিয়ে গেলো বাতাসে!
১৪.০৪.২০২০