রাশি রাশি তারা এই আকাশের কোলে
মৃদু মৃদু বায়ু বয় পলাশের ডালে
এখানে নেমেছে রাত স্বপ্নের মতো
নির্জন প্রান্তর জ্যোৎস্না শোভিত
ঘাসে ঘাসে টলমল শিশিরের কণা
চোখে মুখে লেগে থাকে শুধু কল্পনা
বহু বহুদূর হতে ডাকে যেন কারা
অজানার সে ডাকে মন দেয় সাড়া
চুপচাপ ঘিরে থাকা অমলিন সুখ
ঠোঁট হতে নেমে এসে ছুঁয়েছে চিবুক
অপলক দৃষ্টিতে তবু পথ চলা
মুগ্ধতা প্রাণে প্রাণে জাগিয়েছে দোলা


১৪.০৮.২০১৮