নদীকে আমি প্রাণ ভরে অনুভব করি
বহুদূর দৃষ্টি যায় 一 চোখে প্রশান্তি নেমে আসে
জলে চাঁদের আলোর ঢেউ খেলা দেখা,
রাতে এসপ্ল্যানেডে দাঁড়িয়ে নৌকার বাতি দেখা
আমার কাছে বরাবরই মনোমুগ্ধকর ব্যাপার
মাঝে মাঝে জেলেদের শাঁখের শব্দ
বাতাসে প্রতিধ্বনিত হয়ে কানে বাজে 一
চাপা দীর্ঘশ্বাসের শব্দের মতো।
পুরানো ভাবনারা 一 কিছুতেই পিছু ছাড়েনা
মস্তিষ্কের গোপন ভাঁজ থেকে 一 উঁকি দিতে চায়!
নদীর এ জলে কত সভ্যতা যে বয়ে গেছে
কত নির্মল আনন্দ, বিশ্রী বেদনাও 一
তার হিসাব আমাদের অজানা; কিন্তু
নির্জন কোনো নক্ষত্র হয়তো জেনে থাকবে!


৩০.০৬.১৯