নবীন, তোমার ভাষাকে ধরে রেখো প্রাণে
অতি আধুনিকতার ভিড়ে হারিয়ে ফেলো না যেন!
আজকাল বেশ পশ্চিমা ছাপ ফুটছে তোমাতে
তোমার ঠোঁটেও এখন ইংরেজীর খই ফোটে
কিন্তু 'বাতায়ন' এর অর্থ জানতে চাইলে
মাথা চুলকিয়ে বলো, "আম স্যরি, আই ডোন্ট নো"।
এটা তো কাম্য ছিল না আমাদের, কখনোই।
অনেক দাম দিয়ে কেনা এ মধুর ভাষা
নবীন, তাকে এভাবে অবহেলিত হতে দিও না
শুধু একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে
ফুল দিলেই দায়িত্ব পালন করা হয় না।
তোমার দায়িত্ব এর চেয়েও বড় কিছু
মায়ের প্রতি, মাতৃভাষার প্রতি, মাতৃভূমির প্রতি
যে দায়িত্বকে বহন করতে হবে, আজীবন।
২১.০২.২০১৯