আমি একটি সকাল চেয়েছিলাম
উজ্জ্বল সূর্যের রোদে রাঙানো এক সকাল
শিশিরের মৃদু সুবাসে ভরে থাকবে হাত
চুলের শীর্ষ ছুঁয়ে যাবে তীব্র বাতাস
পথটুকু পূর্ণ হবে শুকনো ঝরা পাতায়
কোকিল ডাকবে বসে সোনালুর শাখায়

হৃদয়ে সকাল আসে না বহুদিন হলো
অনন্তের আঁধারে ছেয়ে আছে
এই দু'চোখ, এই ঠোঁট, এই সব আঙুল।
বহু যোজন দূরে দিগন্ত শেষ হয়েছে
অপেক্ষার লক্ষ লক্ষ নিশ্বাসও; সবই
রাতের ছায়াপথের মাঝে বিলীন হয়ে গেছে!


তারিখ : ১৬.০৫.১৯