আমার হৃদয় যেন এক উড়ে চলা পাখি
কি করে যে ঘরের মাঝে বেঁধে তারে রাখি?
কল্পনাতে দু'চোখ বুজে দেখতে আমি পাই
উড়ছি আমি, উড়ছি আমি, উড়ার যে শেষ নাই
ঘুরে ঘুরে অনেক দূরে গিয়ে দেখি এবার
আকাশ আর সাগর মিলে নীলরঙে একাকার
মাথার উপর মেঘের ভেলা ভাসে সারি সারি
চেয়ে থাকি অবাক চোখে, ছুঁতে কি আর পারি?
দূর থেকে ভেসে আসে প্রেমের গানের সুর
মনে হয় আমি আছি কোনো অচিনপুর
এই জীবনের পরে যদি আবার জনম পাই
পাখি হয়ে মুক্তমনে উড়তে আমি চাই!
সাত সাগর তেরো নদী দেবো তখন পাড়ি
ভ্রমণ শেষে আবার নীড়ে ফিরবো তাড়াতাড়ি
এই ইচ্ছের সনে আমার আরেকটি সাধ প্রাণে
সুরের ধারা চিরজীবন থাকুক প্রেমের গানে।
তারিখ : ০১.০৬.২০২০