একটি রৌদ্রোজ্জ্বল দিনের প্রতীক্ষা করতাম
যেখানে শিশিরভেজা আগাছার উপর
সূর্যের আলো ঝিকিমিকি করবে
মুক্তোর মতো; কিন্তু রোদ এলো না
পেলাম আকাশ ভরা কালো মেঘ আর বৃষ্টি
মনেও তাই গুমোট অন্ধকার 一
ঈশ্বর আমার মনের এই গভীর প্রার্থনা শুনেননি;
ঈশ্বর কি আমার নয়?
মিথ্যের দেয়াল আঁকড়ে পড়ে আছি
এক পরাধীন সত্তার মতো 一
চেয়েছিলাম জোনাকি হয়ে ঘুরি
ঝোপ-জঙ্গল পেরিয়ে বিলের পানির উপর
কিংবা যে জীবন মাছরাঙার মতো স্বাধীন
আমারও তেমন জীবন হোক!
ঈশ্বর আমায় জোনাকি বানান নি; মাছরাঙাও
ঈশ্বর কি আমার নয়?
ভালোবাসার কাঙাল হয়ে ঘুরেছি আমি
একেবারে নির্লজ্জের মতো 一
দু'হাত বাড়িয়ে রেখেছিলাম চিরকাল
শূন্য হৃদয় ভরবে 一 এই আশায়!
ভরেনি; হৃদয় শূন্য হয়ে আছে আজও
অথচ, শুনেছিলাম ভালোবাসা হারে না
ঈশ্বর আমায় ফিরিয়েছেন বারে বারে 一 খালি হাতে
ঈশ্বর কি আমার নয়?
মায়ার বাঁধনে আটকে গেছি কবেই!
মনের সমুদ্রে এখন শান্ত ঢেউ
সব নিশ্চুপ নিস্তব্ধ 一 শান্ত কুপি যেমন করে জ্বলে
এই মায়া তবুও প্রয়োজন জানি,
অপ্রয়োজনের আড়ালে লুকানো প্রয়োজন।
কিন্তু আমার চাওয়া তো নিষ্পাপ ছিল
ঈশ্বর তবু কেন আমায় অপূর্ণতায় ভরিয়ে দিলেন?
ঈশ্বর কি আমার নয়?
২৬.০৪.২০২০