একুশ মানে প্রভাতবেলায় দোয়েল টিয়ার গান
মায়ের মুখে বাংলা ভাষায় মধুর কলতান

ফুলের মত বর্ণ ঝরে পলাশ শাখা থেকে
মায়ের ওই টিপটাও যেন বাংলায় দিই এঁকে

বাতাসে আজ লেগে আছে বাংলা ভাষার ঘ্রাণ
শান্তি আর স্নিগ্ধতায় ভরে উঠে প্রাণ

নয়রে নয়, এই ভাষা তো নয় সহজে পাওয়া
হায়েনারা নিয়েছিলো কেড়ে মোদের চাওয়া

বাংলা মোদের গানের ভাষা, বাংলা ভালোবাসা
তারা নাকি কেড়ে নেবে মোদের মুখের ভাষা!

চাইলেই কি মায়ের ভাষা কেড়ে নেয়া যায়?
বাংলা মায়ের দামাল ছেলের শৌর্যে টিকা দায়

সালাম, রফিক রক্ত দিয়ে আনলো ভাষা কিনে
অরুণ যেন বেশিই রাঙা তাই একুশের দিনে


তারিখ: ১৮.০২.২০২৪